প্যারিস হামলায় ২০ জনকে দোষী সাব্যস্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২২, ১২:২৬ পিএম

প্যারিস হামলায় ২০ জনকে দোষী সাব্যস্ত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের সিরিজ হামলার ঘটনায় সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন হামলাকারীদের মধ্যে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি।

বন্দুক ও বোমা হামলায় ১৩০ জন নিহত হওয়ার ঘটনায় সালাহ আবদেসলামকে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, যা ফ্রান্সে বিরল।

এ মামলায় আরও ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে, যাদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের বাতাক্ল মিউজিক হল, ছয়টি বার ও রেস্তোরাঁ এবং স্তাদ দে ফঁস স্টেডিয়ামের পরিসীমা দীর্ঘ সময় ধরে চলা হামলার লক্ষ্যস্থল ছিল। ভয়াবহ সন্ত্রাসী এ হামলা ফ্রান্সকে কাঁপিয়ে দিয়েছিল এবং দেশটির জনমানসে একটি গভীর ক্ষত রেখে যায়।

বিচারের শুরুতে আদালতে আবদেসালাম বলেছিলেন, তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একজন ‘সৈন্য’; আইএস এ হামলার দায় স্বীকার করেছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি অন্য কোনো বিচারের মতো ছিল না, শুধুমাত্র এর ১০ মাসের ব্যতিক্রমী দৈর্ঘ্যের জন্যই নয়, এই বিচারে ক্ষতিগ্রস্তদের সাক্ষ্যে তাদের কষ্ট ও তা কাটিয়ে উঠতে তাদের সংগ্রামের চিত্র তুলে ধরার জন্য যে সময় দেওয়া হয়েছিল তার জন্যও অনন্য ছিল। তাতে নিহতদের পরিবারগুলো তাদের কঠিন সময়ের ছবিগুলো তুলে ধরতে পেরেছে।

আরও ১৩ জন যাদের মধ্যে ১০ জন হেফাজতে আছেন, মাসের পর মাস ধরে চলা শুনানিতে আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

ফ্রান্সে অপরাধীদের কঠোরতম সাজা হলো আমৃত্যু কারাদণ্ড। দেশটির আদালতে এ ধরনের সাজা দেয়ার ঘটনা বিরল।

রায়ের প্রতিক্রিয়ায় হামলা থেকে বেঁচে যাওয়া এডিথ সিউরাত বিবিসিকে বলেন, এ দণ্ডে বেদনা উপশম করেনি। তিনি সন্তুষ্ট নন।

Link copied!