মার্চের মাঝামাঝি থেকে হাইস্কুলের ক্লাস শুরু-শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৪, ২০২২, ১২:৩৫ পিএম

মার্চের মাঝামাঝি থেকে হাইস্কুলের ক্লাস শুরু-শিক্ষামন্ত্রী

মার্চের মাঝামাঝি থেকে মাধ্যমিক বিদ্যালয়ে আবারও সশরীরে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হতে পারে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী দীপু মনি। শুক্রবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, 'সরকার সম্মিলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি জাতীয় নীতিমালা তৈরিতে কাজ করছে।'

এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হলেও মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে নেবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সব কর্তৃপক্ষের উচিত এ বছর যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সংশোধিত সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া।'

মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানলো বন্ধ ছিল এবং গত বছরের ১২ সেপ্টেম্বর আংশিকভাবে চালু হয়।

Link copied!