মালেয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইসমাইল সাবরি ইয়াকুব। শুক্রবার (২০ আগস্ট) তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। এর আগে সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রিসভার উপ-প্রধানমন্ত্রী ছিলেন ইসমাইল সাবরি ইয়াকুব।
মহিউদ্দিন ইয়াসিন গত সোমবার (১৬ আগস্ট) সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করলে তার ১৮ মাসের মন্ত্রীসভা ভেঙে যায়। এ অবস্থায় সংসদে কোন দলের একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। সেই অচলাবস্থা কাটিয়ে উঠতে সময় লেগে যায় চার দিন। অবশেষে দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ ইসমাইল সাবরি ইয়াকুবকে নিয়োগের মাধ্যমে সেই অচলাবস্থার অবসান ঘটালেন।
রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ জানান, ৬১ বছর বয়েসি ইসমাইল সাবরি ইয়াকুব মোট ১১৪ জন সংসদ সদস্যের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন। এবং আগামী শনিবার (২১ আগস্ট) তিনি দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজা আশাবাদ প্রকাশ করেন, ইসমাইল সাবরি প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে।
মালয়েশিয়ার ইতিহাসে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন দলটি ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দেশ শাসন করেছে। পরে ২০১৮ এক বিরাট আর্থিক কেলেঙ্কারির দায় নিয়ে দলটিকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। ইসমাইল সাবরি ইয়াকুব প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে দলটি আবার ক্ষমতায় ফিরলো।
তবে ইসমাইল সাবরির নিয়োগে নাখোশ অনেক মালয়েশিয়ান। তারা তার বিরুদ্ধে অনাস্থা জানাতে এক অনলাইন পিটিশনের আয়োজন করেছে। ইতোমধ্যে ৩৪ হাজারেরও অধিক স্বাক্ষর সংগৃহীত হয়েছে। তারা বিশ্বাস করেন, ইসমাইলকে প্রধানমন্ত্রী করার মধ্য দিয়ে আবারো দূর্নীতি করা সুযোগ করে দেয়া হবে। এবং এই সরকার দেশটির মহামারি এবং অর্থনৈতিক অবস্থাকে আরো দূর্বল করবে।
সূত্র: এপি