রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শীর্ষ গম ব্যবসায়ী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ০২:৩১ এএম

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শীর্ষ গম ব্যবসায়ী নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির শীর্ষ স্থানীয় গম ব্যবসায়ী ও তার স্ত্রী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম ওলেক্সি ভাদাতুর্স্কি (৭৪)। তার স্ত্রীর নাম রাইসা। 

ইউক্রেনের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানায়, স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে রুশ বহিনীর একটি ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বাড়িতে আঘাত করলে ধনাঢ্য ব্যবসায়ী ওলেক্সি ভাদাতুরস্কি (৭৪) এবং তার স্ত্রী রাইসা মারা যান।

ভাদাতুরস্কির মালিকানাধীন প্রতিষ্ঠান নিবুলন শস্য রপ্তানিতে যুক্ত। তিনি রাষ্ট্রীয় ‘হিরো অব ইউক্রেন’ পুরস্কারও  পেয়েছিলেন।

ভাদাতুরস্কি ‘নিবুলোন’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের মালিক ছিলেন। নিবুলোন দেশটির গম রপ্তানিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই ব্যবসায়ী ‘হিরো অব ইউক্রেন’ পুরস্কারও পেয়েছিলেন। 

এই অঞ্চলটির নেতা ভিতালি কিম বলেছেন, ভাদাতুরস্কি মাইকোলাইভ তথা ইউক্রেনের জন্য অনেক কিছু করেছেন। তিনি বলেন, “কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়নে তার অবদান, এই অঞ্চলের উন্নয়নে তার অবদান অমূল্য।”ভাদাতুরস্কির প্রতিষ্ঠান নিবুলন শস্য রপ্তানির জন্য অনেক গুদাম ও অন্যান্য অবকাঠামো তৈরি করেছে।

মাইকোলাইভ শহরের মেয়র অলেক্সান্ডার সেনকেভিচ বলেন, এটা সম্ভবত এই শহরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি রাশিয়ান বোমাবর্ষণের ঘটনা। রাশিয়ান বোমায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি স্কুল, একটি সার্ভিস স্টেশন এবং বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইউক্রেনের প্রধান বন্দর ওডেসায় যাওয়ার মূল রাস্তায় মাইকোলাইভ শহরের অবস্থান। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই এই শহরটি ধারাবাহিকভাবে রাশিয়ান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। 

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!