সেনা সদর দপ্তরে আছেন গোতাবায়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৯, ২০২২, ০৭:৩৩ পিএম

সেনা সদর দপ্তরে আছেন গোতাবায়া

বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা তাঁর বাসভবনে ঢুকে পড়েছেন। এ পরিস্থিতিতে অনেকের মনেই কৌতুহল জেগেছে, গোতাবায়া গেল কোথায়? শনিবার ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গোতাবায়াকে সেনা সদর দপ্তরে নেওয়া হয়েছে। সেখানে নিরাপদে আছেন তিনি।

শ্রীলঙ্কার গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল, আজ শনিবারের বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এরপর গতকাল শুক্রবার রাতেই গোতাবায়াকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয়।

শ্রীলঙ্কায় আজ যে বিক্ষোভ হচ্ছে, এই বিক্ষোভ বন্ধে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুলিশের পক্ষ থেকে আদালতের প্রতি আহ্বান জানানো হয়েছিল, এই বিক্ষোভ বেআইনি ঘোষণা করা হোক। কিন্তু পুলিশের এই আহ্বানে সাড়া দেননি আদালত।

Link copied!