গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৩, ১০:৪৩ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে বর্ণনা করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ১১ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় কমপক্ষে ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু ও মহিলা।

এদিকে গতকাল মঙ্গলবার নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, ‘কয়েকটি ফ্রন্টে আমরা যুদ্ধ করছি। গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, ইরাক, ইয়েমেন ও ইরান এই সাত স্থান থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে।’ এসব হামলার পাল্টা জবাব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Link copied!