‘ফেসবুক রিলস’ বানানো এখন তরুণ সমাজের আসক্তিতে পরিণত হয়েছে। তারই এক উদাহরণ দেখা গেল ভারতের ছত্তিশগড়ের সরকারি হাসপাতালে। অপারেশন থিয়েটারে বসে অপারেশনের পোশাকেই “হোয়াই দিস কোলাভেরি” গানে ফেসবুক রিলস বানিয়েছেন ওই হাসপাতালের তিন নার্স। ফলস্বরূপ হারালেন চাকরি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভিডিওতে দেখা যায়, অস্ত্রোপচারের সময় যে পোশাক পরা হয়, নার্সদের পরনে ছিল সেই সবুজ রঙের পোশাক, মুখে ছিল সার্জিকাল মাস্ক। অপারেশন থিয়েটারের মধ্যেই তিনজন মিলে “হোয়াই দিস কোলাভেরি” গানের ছন্দে নাচছেন। ওই নার্সরা নিজেরাই অনলাইনে ভিডিওটি পোস্ট করেন। এরপর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
অপারেশন থিয়েটারে ভিডিও বানিয়ে সেটি প্রকাশের মাধ্যমে দায়িত্বে অবহেলা ও হাসপাতালের নিয়ম ভাঙার সমতুল্য অপরাধ করেছেন বিবেচনায় তাদের বরখাস্ত করা হয়।
হাসপাতালের ফ্যাসিলিটি ডেপুটি সুপারিনটেনডেন্ট হেমন্ত শর্মা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই তিন নার্স সরকারি হাসপাতালটিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ছিলেন।
ওই তিন নার্স হলেন- তৃপ্তি দাসার, পুষ্পা সাহু এবং তেজ কুমারি। তারা রায়পুরের দাউ কল্যাণ সিংহ পিজি ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন।
গত ৫ ফেব্রুয়ারি ভারতের ছত্তিশগড়ের সরকারি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অপারেশন থিয়েটারের ভেতরে রিলটি তৈরি করেন ওই তিন নার্স। ঘটনাটি সহকারী নার্সিং সুপারের নজরে আসার পর তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
গত ২৩ ফেব্রুয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। অভিযোগ আসার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়।
ডেপুটি সুপারিনটেনডেন্ট হেমন্ত শর্মা বলেন, ‘‘অপারেশন থিয়েটারের ভেতরে ছবি তোলা এবং রিল তৈরি করা হাসপাতালের নিয়ম বিরুদ্ধ। নার্সরা অপারেশন থিয়েটারের ভেতরে জুতো পরেই ঢুকে পড়েছিলেন সেটাও উচিত হয়নি। এই কাজের জন্য ওয়ার্ড ইন-চার্জ তাদের বাধা দিলে তার সঙ্গেও তিনজন নার্স দুর্ব্যবহার করেন।’’