গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৫ শতাধিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৫, ০২:২৬ পিএম

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা, আসামি ৫ শতাধিক

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

শুক্রবার, ১৮ জুলাই দুপুরে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন। খবর আজকের পত্রিকা।

তিনি জানান, বুধবারের সহিংসতাকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি ৪০০ জন অজ্ঞাতনামা।

এদিকে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর চলমান অভিযানে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।

Link copied!