ইসরায়েল-গাজা যুদ্ধকে ’জাতিগত বিদ্বেষ’ বলল হার্ভাডের শিক্ষার্থীরা, ক্ষুদ্ধ অ্যালামনাই

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১১, ২০২৩, ০২:৩৫ এএম

ইসরায়েল-গাজা যুদ্ধকে ’জাতিগত বিদ্বেষ’ বলল হার্ভাডের শিক্ষার্থীরা, ক্ষুদ্ধ অ্যালামনাই

চলমান ইসরায়েল-গাজা সংঘাতকে জাতিগত বিদ্বেষ আখ্যা দিয়ে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ৩৪ টি ছাত্র সংগঠনের জোট ফিলিস্তিনের পক্ষে একটি বিবৃতি দেয় এবং এতে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা প্রতিক্রিয়া ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জ্ঞাপন করে।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে প্রভাববিস্তারকারী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভাড বিশ্ববিদ্যালয় ছাত্ররা গতকাল সোমবার এক বিবৃতি বলেন, ফিলিস্তিন ও ইসরায়েল বাহিনীর মধ্যে কয়েক দশক ধরে চলা সহিংসতার জন্য ইসরায়েলি শাসনই সম্পূর্ণভাবে দায়ী। এক্ষেত্রে শুধু ‘জাতিগত বিদ্বেষমূলক শাসন’ই দায়ী। 

আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক ৮ প্রেসিডেন্ট ও সু্প্রিম কোর্টের বর্তমান ৯ বিচারকের ৪ বিচারক এই হার্ভাড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

মুসলিম এবং ফিলিস্তিন সমর্থন করা সংগঠন, হার্ভাড জিউস ফর লিবারেশন, আফ্রিকান আমেরিকান রেসিস্টেন্স অর্গানাইজেশনসহ বিভিন্ন ধরনের সংগঠনগুলো বিবৃতিতে স্বাক্ষর করে।

গতকাল সোমবার হার্ভাড বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত অ্যালামনাইগণ ফিলিস্তিনের পক্ষের বিবৃতির নিন্দা করেন এবং স্বাক্ষরকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোর দেন। 

এমন পরিস্থিতিকে হার্ভাড নেতৃত্বের ব্যর্থতা আখ্যা দেন হার্ভাড প্রেসিডেন্ট ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন সরকারের ট্রেজারি সেক্রেটারি লরেন্স সামারস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তিনি বলেন, “হার্ভাডের নেতাদের নীরবতা ইহুদি রাষ্ট্র ইসরায়েলে সন্ত্রাসী কর্মকান্ডকে সমর্থন করে। এটি আমাকে পীড়া দিচ্ছে।”

রিপাবলিকান দলের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেন, “হার্ভাডে হচ্ছেটা কি”
গতকাল সোমবার হার্ভাড প্রেসিডেন্ট ক্লাউডিন গে এবং ১৫ জন ডিনসহ জেষ্ঠ্য নেতৃবৃন্দ একটি বিবৃতিতে বলেন, এ সপ্তাহে ঘটে যাওয়া ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হামাসের ধ্বংসাত্মক হামলা খুবই হৃদয়বিদারক।”

Link copied!