ম্যাককার্থি, যুক্তরাষ্ট্রের প্রথম অনাস্থা ভোটে পদচ্যুত স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৪, ২০২৩, ১০:১৯ এএম

ম্যাককার্থি, যুক্তরাষ্ট্রের প্রথম অনাস্থা ভোটে পদচ্যুত স্পিকার

ছবি: নিউ ইয়র্ক ম্যাগাজিন

যুক্তরাষ্ট্রের ২৩৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্পিকার অনাস্থা ভোটে পদচ্যুত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার কেভিন ম্যাককার্থির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ছোট্ট ব্যবধানে পাশ হয়। 

স্পিকার কেভিন ম্যাককার্থি কিছুদিন আগে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান। এর পরই ম্যাককার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন তারই দল রিপাবলিকান পার্টির কট্টর ডানপন্থী নেতা ম্যাট গেটজ। মঙ্গলবার ভোট হলে প্রস্তাবটি ২১৬-২১০ ভোটে পাস হয়।

ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে ম্যাককার্থির রাজনৈতিক ধারাবাহিকতায় একটি বিরতি আসতে যাচ্ছে। যদিও তিনি বারবার বলেছেন, তিনি কখনোই হাল ছাড়বেন না কিন্তু তাঁর সামনে কোনো সুযোগই উন্মুক্ত রাখেনি তাঁর দলের কট্টর ডানপন্থী গোষ্ঠীটি। পাশাপাশি তিসি স্টপগ্যাপ বিল পাশ করিয়ে ডেমোক্র্যাট সরকারকে অচল হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিলেও তারাও তাঁকে সমর্থন দেয়নি।

এদিকে ভোটাভুটি শেষে ম্যাককার্থি আইনপ্রণেতাদের বলেছেন, তিনি আর কখনোই স্পিকার পদের জন্য লড়বেন না। তবে স্পিকার না থাকায়, পরবর্তী স্পিকার কে হবেন তা নিশ্চিত না হওয়া এবং দুই দলের মধ্যে আসন ব্যবধান খুবই সামান্য হওয়া পরবর্তী স্পিকার নির্বাচন নিয়ে দেশটি আবারও অচলাবস্থার মধ্যেই পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

আপাতত আগামী এ সপ্তাহের জন্য হাউসের সকল কার্যক্রম মুলতবি করা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি থেকে রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে এগিয়ে আছে। দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে ১৫ দফা ভোটাভুটি শেষে কেভিন ম্যাককার্থি স্পিকার নির্বাচিত হন।

Link copied!