ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ওআইসির

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ০৩:৪৫ পিএম

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ওআইসির

আগামী বুধবার জেদ্দায় সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ জরুরি বৈঠক হবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে সৌদি আরবে বিশেষ জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা—ওআইসি। শনিবার সংস্থাটি এক বিবৃতিতে ওআইসি জানায়, আগামী বুধবার জেদ্দায় সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে বিশেষ জরুরি বৈঠক হবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব।

ওআইসির বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজার ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি এবং সেইসঙ্গে অবনতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য সংস্থার কার্যনির্বাহী কমিটি মন্ত্রী পর্যায়ে একটি জরুরী ওপেন-এন্ডেড বিশেষ সভার আহ্বান করেছে। বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সভায় আলোচনা করা হবে।

ওআইসির জরুরি বৈঠকের ডাক এমন এক দিনে এসেছে যখন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিত করেছে।

গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক হাজার।

সূত্র: এএফপি ও রয়টার্স

Link copied!