ইউক্রেন যুদ্ধে সহায়তায় নিজের নোবেল পদক বিক্রি করলেন রুশ সাংবাদিক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২২, ০৫:৫৩ পিএম

ইউক্রেন যুদ্ধে সহায়তায় নিজের নোবেল পদক বিক্রি করলেন রুশ সাংবাদিক

যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া ইউক্রেনীয় শিশুদের সাহায্য করতে নিজের নোবেল পুরস্কারের স্বর্ণপদক বিক্রি করে দিয়েছেন এক রুশ সাংবাদিক। গতকাল সোমবার নিলামের মাধ্যমে তিনি তাঁর এই স্বর্ণপদক বিক্রি করেন। হেরিটেজ অকশন নিউইয়র্কে এই নিলামের আয়োজন করে। তবে স্বর্ণপদকটির ক্রেতার কোনো পরিচয় পাওয়া যায়নি। ফোন কলের মাধ্যমে ওই ক্রেতা ১০ কোটি ৩৫ লাখ ডলারে পদকটি কিনে নেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, ওই রুশ সাংবাদিকের নাম দিমিত্রি মুরাতভ। তিনি ক্রেমলিনের সমালোচক বলে পরিচিত সংবাদপত্র ‘নোভায়া গাজেটা’র সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান সম্পাদক ছিলেন।  ফিলিপাইনের মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ ‘স্বাধীনতা রক্ষার জন্য লড়ে গণতন্ত্র ও দীর্ঘমেয়াদি শান্তি নিশ্চিত করায়’ ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার পান। 

গত মার্চে ‘নোভায়া গাজেটা’ বন্ধ হয়ে যায়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরিপ্রেক্ষিতে সাংবাদিক ও জনগণের অসন্তোষের ওপর ক্রেমলিনের দমন-পীড়ন নেমে আসলে এটি বন্ধ হয়ে যায়। 

Link copied!