ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:৪৩ পিএম

ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি

 

কঠোর নিরাপত্তাবেষ্টিত ইসরায়েলের জিলবোয়া কারাগার থেকে পালিয়েছে ৬ ফিলিস্তিনি বন্দি। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, রবিবার (৫ সেপ্টেম্বর) তারা পালিয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।  

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলোতে পলাতকদের জঙ্গি হিসেবে বর্ণনা করা হয়েছে। সেইসব প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক ৫ বন্দি জিহাদী আন্দোলনের সদস্য এবং অপরজন ফাতাহ পার্টির সঙ্গে সম্পর্কিত একটি সশস্ত্র গোষ্ঠীর কমান্ডার।

প্রতিবেদনগুলো জানিয়েছে, পলাতক ৬ জন কারাগারের একটি সেলেই ছিলেন এবং সুড়ঙ্গ খুড়ে কারাগার থেকে পালিয়ে যান।

ইসরায়েল পুলিশের মুখপাত্র এলি লেভি কান বলেছেন, ‘রাতে ফসলী জমিতে সন্দেহজনক ছায়ামূর্তির বিষয়ে বেশ কয়েকটি খবর আমরা পাই। এবং কারা কর্তৃপক্ষ খুব দ্রুতই দেখতে পায় বন্দিরা পালিয়েছে’।

এই সুড়ঙ্গ পথেই পালায় বন্দীরা। ছবি: রয়টার্স

 

তিনি আরো জানান, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলো তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং তারা ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে অথবা জর্ডান সীমান্তে পৌঁছানোর চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারাগার থেকে পলাতকদের একজনকে আল আকসা মর্টার্স বিগ্রেডসের সাবেক কমান্ডার জাকারিয়া জুবেইদি বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনি বিপ্লবের সময় এই বিগ্রেডসটি ইসরায়েলের বিরুদ্ধে কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছিল।

 

Link copied!