করোনার কবল থেকে উঠতেই পারছে না ব্রাজিল!

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১১, ২০২১, ১২:১৯ এএম

করোনার কবল থেকে উঠতেই পারছে না ব্রাজিল!

করোনা মহামারীর সংক্রমণের কবল থেকে কিছুতেই যেনো কাটিয়ে উঠতে পারছে না ব্রাজিল। সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত ব্রাজিলেই করোনা আক্রান্ত হয়ে সবেচেয়ে বেশি রোগী মারা গেছে। গত কয়েক মাসে দেশটিতে করোনার সংক্রমণও বেড়েই চলছে।  

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে গত একদিনে করোনাভাইরাসে প্রায় দু’হাজার মানুষ মারা গেছে। এটি একদিনের মৃত্যুতে রেকর্ড ভাঙার ঘটনা। এছাড়া এসময়ে নতুন করে আরও ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

দেশটির বিভিন্ন শহরের কোভিড হাসপাতালগুলোতে করোনা রোগীদের ভিড় সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। টিকাদানের ধীরগতির কারণে সরকারের সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়েছে, দেশটিতে মঙ্গলবার ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯শ’ ৭২ জন করোনায় মারা গেছে। বিশ্বে এপর্যন্ত একদিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে শুধু যুক্তরাষ্ট্রেই করোনায় একদিনে এর চেয়ে বেশি মানুষ মারা গেছে।

এর আগে দেশটিতে গত ৩ মার্চ একদিনে সর্বোচ্চ ১৯শ’ জন মারা গিয়েছিল। গত দু’সপ্তাহে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে। দেশটিতে সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় ২ লাখ ৬৪ হাজার ৩৭০ জন মারা গেছে। এদিকে দেশটির হাসপাতালের চিত্র ও ভয়াবহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশেরও বেশি করোনা রোগীর দখলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস ব্রাজিলের প্রতি করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্রাজিল করোনা মোকাবেলায় আন্তরিক না হলে এর কারণে আশপাশের প্রতিবেশী দেশগুলোও ক্ষতিগ্রস্ত হবে।

এদিকে ব্রাজিলকে টিকা দেয়ার বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেশটির ৮৬ লাখ লোকের মধ্যে মাত্র ৪ দশমিক ১ শতাংশ বাসিন্দা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে মাত্র ২ দশমিক ৯ শতাংশ মানুষ।

Link copied!