ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্য ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা স্যার ডেভিড অ্যামেস। শুক্রবার (১৫ অক্টোবর) এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, স্যার ডেভিড অ্যামেস পূর্ব-ইংল্যান্ডের একটি গির্জায় তার নির্বাচনী দলের সঙ্গে বৈঠক করার সময় এক দুর্বৃত্ত তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, ঘটনার অল্প সময়ের মধ্যেই হত্যায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তারকৃতের কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
ডেভিড অ্যামেস ইংল্যান্ডের এসেক্স কাউন্টির এমপি ছিলেন। ঠিক কী কারণে তার ওপর হামলা হলো, তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
১৯৮৩ সালে বাসিলডন থেকে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার জন্য প্রথম নির্বাচিত হন অ্যামেস। পরে ১৯৯৭ সাল থেকে সাউথএন্ড ওয়েস্ট থেকে নির্বাচন করেন।
এর আগে, ২০১০ সালে লেবার পার্টির এমপি স্টিফেন টিমস তার নিজ কার্যালয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।