চীনের আইফোন কারখানায় বিক্ষোভ, পুলিশের সাথে হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৪, ২০২২, ০২:৫৪ এএম

চীনের আইফোন কারখানায় বিক্ষোভ, পুলিশের সাথে হাতাহাতি

চীনের ঝেংঝুতে বিশ্বের সবচেয়ে বড় আইফোন কারখানায় বিক্ষোভ করেছে কর্মীরা। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পুলিশ কারখানাটির কর্মীদের ব্যাপক মারধোর করেছে বলে বিক্ষোভ ও সংঘর্ষের দৃশ্য সোশাল মিডিয়ায় সরাসরি দেখানো ব্যক্তিরা দাবি করেছেন।

গত মাসে কোভিড সংক্রমণ বাড়তে দেখে ফক্সকন কোম্পানি ওই কারখানাপ্রাঙ্গণ অবরুদ্ধ করে দিয়েছিল; যার দরুন কিছু কর্মী সেখান থেকে পালিয়ে বাড়ি চলে যায়।

কোম্পানি পরে বিশাল বোনাসের প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মী নিয়োগ দেয়।

একটি লাইভস্ট্রিমিং সাইটে শেয়ার করা ফুটেজে কারাখানাটির কর্মীদেরকে ‘আমাদের অধিকার নিশ্চিত কর’ স্লোগান দিতে এবং কিছু কর্মীকে লাঠি দিয়ে নজরদারি ক্যামেরা ও জানালা ভাঙতে দেখা গেছে।

কারখানায় বিক্ষোভরত কর্মীদের একটি ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে।  ভিডিওতে দেখা গেছে, শত শত কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি করতে দেখা গেছে।

Link copied!