পাঞ্জশিরে ‘বিজয় পতাকা’ উড়াল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ০৭:২৫ পিএম

পাঞ্জশিরে ‘বিজয় পতাকা’ উড়াল তালেবান

বিরোধপূর্ণ পাঞ্জশির প্রদেশ দখলে নিয়েছে বলে দাবি করেছে তালেবান। সোমবার পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের সামনে তালেবান পতাকা ওড়ানোর একটি ছবিও অনলাইনে পোস্ট করেছে গোষ্ঠীটি। তবে ন্যাশনাল রেজিস্ট্যন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফএ) তালেবানের দাবি প্রত্যাখ্যান করে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

তালেবান নিয়ন্ত্রণের বাইরে থাকা একমাত্র প্রদেশ ছিলো এই পাঞ্জশির। এর পতন প্রসঙ্গে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পলায়নপর শত্রুদের সর্বশেষ আশ্রয়স্থল ছিল পাঞ্জশির, তাও আমরা দখলে নিয়েছি’।

তবে তালেবানের বিজয়ের দাবি প্রত্যাখ্যান করে ন্যাশনাল রেজিস্ট্যন্স ফ্রন্ট অব আফগানিস্তানের (এনআরএফএ) প্রধান আহমদ মাসুদ এক টুইটে জানিয়েছেন,‘আমরা এখনো পাঞ্জশিরেই আছি। এবং আমাদের প্রতিরোধ চলবেই’। তবে নিজের অবস্থান প্রকাশ না করে তিনি আরো বলেন, ‘আমি এখনো নিরাপদে আছি’।

এদিকে, আহমদ মাসুদ তালেবানের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, আপনারা যে যেখানেই থাকুন না কেন, দেশের মর্যাদা, স্বাধীনতা এবং সমৃদ্ধির স্বার্থে আপনাদের আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি’।

তবে তালেবান পাঞ্জশিরে বিজয় পতাকা উত্তোলন করলেও প্রদেশটির কতটুকু এলাকা তাদের দখলে আছে তা এখনও অস্পষ্ট।

Link copied!