ব্রাজিলে প্রবল বন্যায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৯, ২০২২, ০৪:৫২ পিএম

ব্রাজিলে প্রবল বন্যায় ৩০ জনের মৃত্যু

ব্রাজিলের উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রাজধানী রেসিফ মেট্রোপলিটন এলাকায় প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ২৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

রবিবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদসংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা টুইটারে জানিয়েছেন, পার্নামবুকোতে বন্যার কারণে ৭৬০ জনেরও বেশি লোক তাদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সেখানের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার নির্বাহী সচিব লেফটেন্যান্ট কর্নেল লিওনার্দো রদ্রিগেস বলেছেন, ওই এলাকার প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে। স্থানীয় স্কুলগুলোকে বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের আশ্রয় দিতে খুলে দেয়া হয়েছে।

Link copied!