ভূমিকম্প সিরিয়ার ৫৩ লাখ মানুষকে করলো গৃহহীন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৮:৫৭ এএম

ভূমিকম্প সিরিয়ার ৫৩ লাখ মানুষকে করলো গৃহহীন

৬ ফেব্রুয়ারি হয়ে যাওয়া ভূমিকম্প সিরিয়াকে ভয়াবহ মানবিক বিপর্যয়ে ফেলে দিয়েছে। দেশটি আগে থেকেই গৃহযুদ্ধ, অর্থনৈতিক সংকট আর করোনা মহামারির সংকটে বেহাল অবস্থায় ছিল। এখন ভূমিকম্পে মৃত্যুর সাথে বেড়েছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। ভূমিকম্পের কারণে এ পর্যন্ত সিরিয়ায় ৫৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

১২ বছর ধরে গৃহযুদ্ধ চলা এই দেশটিতে শরণার্থীর জীবনই বেছে নিয়েছেন অনেকে কিন্তু এই ভূমিকম্প মৃত্যুর মিছিলের পাশাপাশি লাখো মানুষের নাম লিখিয়েছে গৃহহীন শরণার্থীর তালিকায়। এখন শরণার্থী শিবিরগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের প্রতিনিধি শিভাংকা ধানপালা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পে সিরিয়ায় প্রায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হয়েছে। অর্থনৈতিক সংকট, করোনা মহামারির হানা আর তীব্র শীতসহ নানা কারণে এমনিতেই বিপর্যয়ের মধ্যে রয়েছে সিরিয়া। এর মধ্যে এই ভূমিকম্প দেশটিকে আরও গভীর সংকটের মধ্যে ঠেলে দিয়েছে।

শিভাংকা আরও জানান, ভূমিকম্পের পর চরম মানবিক সংকট দেখা দিয়েছে সিরিয়ায়। গৃহহীন এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। কেবল সিরিয়া সরকারের পক্ষে এই বিপুল সংখ্যক মানুষকে সহায়তা করা সম্ভব নয়। বাস্তুচ্যুত এসব মানুষদের পুনর্বাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এদিকে ভূমিকম্পের পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বাইরে থেকে প্রায় কোনো সাহায্যই আসেনি। এর কারণ হিসেবে দেশটির গৃহযুদ্ধকেই দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। অবশেষে ভূমিকম্পের তিন দিন পর প্রথমবার সাহায্য নিয়ে জাতিসংঘের ছয়টি ট্রাক সিরিয়ায় প্রবেশ করে। 

আলেপ্পো ও জিন্দেরেসের ভূমিকম্প-ক্ষতিগ্রস্তদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান জানান, গৃহযুদ্ধ চলার কারণে কিছু অঞ্চলে খাদ্য সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কেই ২৪ হাজার ৬১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সিরিয়ায় ৩ হাজার ৫৫৩। এখনও হাজারও মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।

Link copied!