টাকা দিয়ে এ যুগে গান শুনে না কেউ

অভিশ্রুতি শাস্ত্রী

অক্টোবর ২, ২০২৩, ০৭:৪৩ পিএম

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ইউটিউব স্পটিফাই-এর যুগে সিডি ক্যাসেটে গান শোনার প্রচলন এখন আর নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন আছেন যারা এখনো এই অভ্যাসটাকে রপ্ত করে আছেন। বাঁচিয়ে রেখেছেন গুটিকয়েক সিডি ক্যাসেটের দোকান। বিশেষভাবে পরিচিত আছে এলিফ্যান্ট রোডে অবস্থিত রেইনবো। 

আশির দশকে গড়ে ওঠা এই রেইনবোর স্লোগান ছিল, ‘হোয়ার মিউজিক নেভার স্টপ’। আশি -নব্বই দশকের তরুণ যারা ছিলেন ভীড় করতেন এই দোকানে । ঢাকার বাইরে থেকে অনেকেই আসতেন সিডি কপি করতে।

তখনকার সময়ে বোহেমিয়ান,মেটাল,হেভি রক সহ শুনতেন নানা ধরনের ক্লাসিক্যাল গান। তবে এরাই শেষ প্রজন্ম যারা সিডি ক্যাসেটে গান শোনার মাহাত্ম্যকে বুঝেছেন। 

পুরাতন ক্রেতাদের অনেকেই বলেন তরুণ প্রজন্মের সবাই যদি গানের সত্যিকার অনুভব করতে চায় তবে সিডি ক্যাসেট তাদের জন্য মোক্ষম হাতিয়ার। 

রেইনবোতে থাকা সেলস ম্যানেজার মোকলেছার রহমান মুকুল জানান, আগের মতো ক্রেতা না থাকায় নতুন করে আনছেন না কোনো ক্যাসেট। কেনা-বেচা যথেষ্ট না থাকায় সিডি ক্যাসেটের দোকান ধরে রাখাই এখন কঠিন।

মোকলেছার আরও বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা যদি সিডি ক্যাসেটের সঙ্গীতের প্রতি আগ্ৰহী হয় তবে বেঁচে থাকবে এই রেইনবো, বেঁচে থাকবে সিডি ক্যাসেটের সঙ্গীত। 

তবে বলাবাহুল্য, এই প্রজন্মের পর সিডি ক্যাসেটের সঙ্গীত আদতেও থাকবে কি না সন্দেহ।

Link copied!