ঈদের পরিপূর্ণ সাজ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২২, ০৬:২৩ পিএম

ঈদের পরিপূর্ণ সাজ

ঈদ মানে আনন্দ-খুশি। নতুন কাপড়, জুতো, ঘরের নতুন জিনিস সাজসজ্জায় চকচকে থাকে ঈদের দিনে। তাই নিজেকে গুছিয়ে-সাজিয়ে রাখতে হয় সারাদিন। বাড়ির সাজসজ্জা, অতিথি আপ্যায়ন, ঘরের কাজ সব ছাপিয়েও যে ব্যাপারটি সবার ওপরে থাকে, তা হচ্ছে বেড়াতে যাওয়া। পাশের ও ওপরের তলার বাড়িতে হোক কিংবা কোনো আত্মীয়র বাড়ি, ঈদের দিনে সবাই চান একটু ঢুঁঁ মেরে আসতে। যেহেতু বাইরে বের হওয়া হচ্ছে, সাজগোজ তো করতে হয়ই।

এখন বৈশাখ মাস। প্রচণ্ড গরম। বাইরে গেলেই ঘেমে-নেয়ে একাকার হতে হয়। এতকিছুর মধ্যে হঠাৎ বৃষ্টির হানা তো আছেই। তাই পোশাকের সঙ্গে সঙ্গে মেকআপও বেছে নিতে হবে হালকা। যাতে দেখতে স্নিগ্ধ লাগে। জবরজং ভারী মেকআপ লুকে তো মানাবেই না, বরং ঘামের কারণে মেকআপ নষ্ট হয়ে বাজে পরিস্থিতির শিকার হতে পারেন।

আপনার ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে ওয়াটার পাউডার বেসড মেকআপ ব্যবহার করুন। আর শুষ্ক ত্বকে ক্রিম বেসড মেকআপ ভালো। দিনের সাজে উজ্জ্বল থাকার জন্য হালকা ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন, তবে ঘেমে যাওয়ার প্রবণতা থাকলে এ ফাউন্ডেশন এড়িয়ে যাওয়াই ভালো। ভ্রু আঁকার জন্য কালো বা ব্রাউন পেন্সিল ব্যবহার করতে পারেন। চোখের সাজটায় মনোযোগ দিন। শেড দিন প্রথমে লাইট কালারে। এরপর, এর কোনায় রুপালি-সোনালি-ব্রোঞ্জ রঙের শেড দিয়ে হালকা হাইলাইট করুন, বেশি চকচকে নয়। আইশ্যাডো পোশাক অনুযায়ী হতে পারে কিংবা কন্ট্রাস্ট স্মোকি বা দুই-তিন শেডের হতে পারে। তবে পাপড়ির ওপরে থাকবে সবচেয়ে গাঢ় শেড এবং ক্রমান্বয়ে তা ওপরের দিকে হালকা হয়ে ব্লেন্ড হবে। শেডগুলো একটির সঙ্গে অন্যটি এমনভাবে মিশে যাবে যেন মনে হয় একই শেডে নয় রঙ। এরপর চোখের মেকআপে পরিপূর্ণতা দেওয়ার জন্য কাজল ব্যবহার করুন। পেন্সিল দিয়ে রেখা টানার পর আঙুলের সাহায্যে সেটি মিশিয়ে দিন। চোখের নিচেও কাজল দিন। গাঢ় কোনো শেড দিয়ে তা ব্লেন্ড করুন যেন অনেকক্ষণ স্থায়ী হয়। আইলাইনারও ব্যবহার করতে পারেন। চোখের মেকআপের ক্ষেত্রে দিনের ও রাতের তফাত থাকে। দিনের মেকআপ করুন ত্বকের রঙঘেঁষা আইশ্যাডো বাদামি বা কালো কাজল বা পেন্সিলের রেখা। রাতের মেকআপে পোশাক অনুযায়ী আইশ্যাডো, হাইলাইটার ব্যবহার করুন। এখন বিভিন্ন রঙের কাজল পাওয়া যায়, ব্যবহার করতে পারেন। চোখকে আরো আকর্ষণীয় করার জন্য মাশকারা ব্যবহার করুন।

এবারের ঈদে রাতের সাজে চুল ছেড়ে রাখাটাকেই বেশি আমলে আনছেন রূপ বিশেষজ্ঞরা। রাতে গরম কম। কাজেই দিনের বেলা খোলা চুলের সাজ না করতে পারলেও তা পুষিয়ে নিতে পারেন রাতের সাজ দিয়ে। চুল স্ট্রেট করে ছেড়ে দিন। চাইলে কার্লার দিয়ে সামনের কিছুটা অংশ কোঁকড়া করে নিতে পারেন। গাউনের সঙ্গে চুলে আনতে পারেন রেট্রো লুক। কোঁকড়া চুলকে নানান নকশা এবং কারুকার্যে সাজানো যেতেই পারে। তবে যাই করুন না কেন হেয়ার স্প্রে দিতে ভুলবেন না। তবেই চুল দীর্ঘ সময় পরিপাটি থাকবে। মুখ যেহেতু এখনও অধিকাংশ সময় মাস্কের নিচেই ঢাকা পড়ে থাকছে, তাই চুলের সাজেই আনতে পারেন বড় ধরনের পরিবর্তন। মানাবে বেশ ভালো।

ঈদের সারাদিন কর্মব্যস্ত থাকার পরও নিজেকে রাখতে হয় গোছানো সুন্দর। আপনি ঘরে থাকলেও অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। তাই টেবিলে মজার মজার খাবার পরিবেশনের সঙ্গে সঙ্গে নিজেকেও সুন্দরভাবে উপস্থাপনা করলে আপনার ঈদ আরও উজ্জ্বল হবে।

Link copied!