১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনিকলের আগুন

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৫, ২০২৪, ০৯:৩১ এএম

১৭ ঘণ্টা পরও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনিকলের আগুন

সংগৃহীত ছবি

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় চিনিকলের আগুন এখনো পুরোপুরি নেভেনি। কারখানার গুদামে আগুন আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকেও জ্বলতে দেখা গেছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি গণমাধ্যমকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনও পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় গতকাল সোমবার বিকেল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এরপর পর্যায়ক্রমে নৌবাহিনী এবং সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আগুন লাগার পর কারখানা বন্ধ করে দেওয়া হয়।

কারখানা সূত্রে জানা যায়, সেখানে মোট ৫টি গুদাম রয়েছে। প্রতিটি গুদামের ধারণ ক্ষমতা ৬০ হাজার মেট্রিক টন।

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, গুদামে প্রায় ৬০ হাজার মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল।

Link copied!