টি টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে অস্ট্রেলিয়া। আর সে দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। এতে বিস্ময় প্রকাশ করেছেন ক্রিকেট ভক্তরা। এছাড়া ফ্রেজার ম্যাকগার্ককে এই দলে আশা করেছিলেন তারা।
১ মে সব দলের বিশ্বকাপ দল দিতে হবে। ফলে শেষ দিনে দল দিয়েছে অস্ট্রেলিয়াও। ওয়ার্নার ও মার্শ এই দলে রয়েছেন। ম্যাক্সওয়েল, ওয়েড ও স্টয়নিসও আছেন।
সব মিলিয়ে অস্ট্রেলিয়ার দল খারাপ নয়। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে জ্বলে উঠবে তারা।
অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ দল : মিচেল মার্শ (ক্যাপ্টেন), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।