মতিউরের অনুসন্ধান শুরু করেছে দুদক

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২৪, ০৪:৩৭ পিএম

মতিউরের অনুসন্ধান শুরু করেছে দুদক

মতিউর রহমান

ছাগলকাণ্ডে সমালোচিত সরকারি কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ জুন) এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি বলেন, “দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব ৩ সদস্যের টিম গঠন করা হয়েছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।”

একই দিন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও আবগারি) ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয় মতিউর রহমানকে।

বিগত কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে ১৫ লাখ টাকায় একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য মতিউর রহমানকে সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগের সুপারিশ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ; পুনর্নিয়োগ না পাওয়ায় গত মাসে অবসরে যান তিনি।

Link copied!