৬ ঘণ্টা ধরে পুড়লো কৃষি মার্কেট; অবশেষে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৪:১৮ পিএম

৬ ঘণ্টা ধরে পুড়লো কৃষি মার্কেট; অবশেষে আগুন নিয়ন্ত্রণে

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দলের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার।

তিনি জানান, আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা গেলেও প্রতিটি দোকানের ভেতরে প্রবেশ করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে সময় লাগবে। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ মার্কেটে অগ্নি নির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।

আগুন নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কৃষি মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সাংবাদিকদের জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেয়া হয়। 

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, এই মার্কেটের অনেক দোকানে এয়ার কন্ডিশনার রয়েছে। এয়ার কন্ডিশনার বিস্ফোরণে আগুন আরও বেড়ে গিয়েছিল। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছিল। আশপাশ থেকে পানি পাইপ দিয়ে টেনে এনে আগুন নেভানোর চেষ্টা চলছে। পানির সংকটের কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা।

অন্যদিকে মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুন লাগার পর ৯৯৯ কল দেয়া হলেও সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আসেনি। আগুনের সূত্রপাতের দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 

এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও আগুনে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী।

ভয়াবহ এই আগুনে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স, মা জুয়েলার্সসহ ১৮টি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, এই মার্কেটে পাঁচশ’র বেশি দোকান আছে। এর মধ্যে জুয়েলারি, চাল, প্লাস্টিক, কাপড়, কসমেটিকস, জুতা ও কাঁচামালের দোকান আছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন লাগার খবর অনেক ব্যবসায়ী বেশ দেরিতে জানতে পেরেছেন।

Link copied!