জামায়াত নেতা বুলবুলসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আদালত প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৩, ১১:৫৬ পিএম

জামায়াত নেতা বুলবুলসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সংগৃহীত ফাইল ছবি

সরকারি কাজে বাধাদান এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাতসহ রক্তাক্ত জখম করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বুলবুল ছাড়া অন্য দুই জন হলেন-জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসাইন।

উপপরিদর্শক শাহ আলম বলেন, ‘আসামিরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের শর্তে হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন। পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ না থাকায় আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা আসামিদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।’

আদালত সূত্রে জানা গেছে, আগামী ১৮ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ মামলার আসামি ৩১ জন। তাদের মধ্যে সাদেকুর ইসলাম নামে একজন কারাগারে আটক রয়েছেন। জামিনে রয়েছেন অপর আসামিরা।

মামলার বিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর মতিঝিল থানা এলাকায় জড়ো হয়ে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতাকর্মী। সরকারি কাজে বাধাদানসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আঘাতসহ রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।

Link copied!