মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই পদ ছাড়লেন বিসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৯, ২০২৩, ০৬:২৩ পিএম

মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগেই পদ ছাড়লেন বিসিসি মেয়র

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সংগৃহীত ছবি

মেয়াদ শেষ হওয়ার ৪ দিন আগে দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) তিনি অব্যাহতি নেবেন। আর ১৪ নভেম্বর নতুন পরিষদের দায়িত্ব নেবেন তার চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

বুধবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের এক নম্বর প্যানেল মেয়র গাজী নাঈমুল ইসলাম লিটু।

এ উপলক্ষে তাঁর অনুসারীরা নগরের প্রধান সড়কের প্রায় দেড় কিলোমিটার জুড়ে দাঁড়িয়ে তাঁকে বিদায় সংবর্ধনা জানান। এতে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় নগরের ফজলুল হক অ্যাভিনিউ, কাকোলির মোড়, সদর রোড, লাইন রোড পর্যন্ত প্রধান সড়কগুলোতে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

এদিকে সাদিকের বিদায়ের দিনই প্রায় ৮শ কোটি টাকা একনেকে অনুমোদন হওয়ায় নগরে আনন্দ উল্লাস করেছে নব নির্বাচিত মেয়র খোকনের অনুসারীরা। এ তথ্য নিশ্চিত করেছেন মেয়র খোকনের ব্যক্তিগত সহকারী রুবেল হাওলাদার।

বিসিসি সূত্র জানিয়েছে, সাদিক আবদুল্লাহর মেয়াদ শেষ হবে আগামী ১৩ নভেম্বর। পরদিন ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন সাদিকের চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। চাচার সঙ্গে বিরোধের জেরে নির্বাচনী প্রচারে ছিলেন না সাদিক। এমনকি ভোটও দেননি। সেই জেরে মেয়াদ শেষ হওয়ার চার দিন আগে আজ বৃহস্পতিবার অব্যাহতি নেন।

সাদিক আবদুল্লাহ অব্যাহতি নেওয়ার দিনই আজ একনেকের সভায় বিসিসির উন্নয়নে ৭৯৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

Link copied!