১৪ দল বিলুপ্ত হয়ে যায়নি। ১৪ দল অবশ্যই আছে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ মে) রাজধানীর গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। সেখানেই ১৪ দল নিয়ে প্রশ্ন আসে। সাংবাদিক বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৪ দলীয় জোটের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এমনকি অনেকে বলেন, ১৪ দল থাকবে না।”
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচনে চৌদ্দ দলের অনেকে প্রার্থী দিয়েছিল, নির্বাচন করেছে, আর নির্বাচনে জেতা না জেতা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট থাকবে। এটুকু বলতে পারি, জোট শেষ হয়ে গেছে কে বলল?”
শেখ হাসিনা বলেন, “এখন দুই-চারজন বিক্ষিপ্তভাবে কী বলছে আমি জানি না। আমাদের যিনি সমন্বয় করেন, আমির হোসেন আমু সাহেবের ওপর দায়িত্ব দেওয়া আছে দলের পক্ষ থেকে। তিনি যোগাযোগ রাখেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে ১৪ দলের কে জয় পেল, আর কে পেল না, সেটা বিবেচ্য নয়; তাদের এই আদর্শিক জোট অটুট আছে।”