২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে ‘মহাযাত্রা’ শুরুর ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২৩, ১২:০২ এএম

২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে ‘মহাযাত্রা’ শুরুর ঘোষণা বিএনপির

ছবি: বিএনপির ফেসবুক পেইজের লাইভ থেকে নেয়া

সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পূজার ছুটির মধ্যেই সিদ্ধান্ত নিন। পদত্যাগ করে বিদায় নেবেন, নাকি জনগণ দ্বারা বিতাড়িত হবেন। আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবো, এই সমাবেশ থেকে সরকার পতনের মহাযাত্রা শুরু হবে।’

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জনসমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। 

সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অবৈধ সরকার নির্বিচারে গতকাল আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে। এ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা জেনেছি যে গতকাল থেকে এ পর্যন্ত আমাদের ২৫০ এর অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কারণ সরকারে পায়ের নিচে আর মাটি নাই।

তিনি বলেন, সংবিধানকে বেআইনিভাবে চুরি করে তাদের পক্ষে আনার চেষ্টা করেছে। যে পঞ্চদশ সংশোধনী তা সম্পূর্ণ বেআইনি। এটা করে তারা বাংলাদেশে একটা সহিংসতার রাজনীতি কায়েম করেছে।

খালেদা জিয়ার চিকিৎসায় সরকার সহায়তা করছে না জানিয়ে ফখরুল বলেন, ‘শুধু ক্ষমতায় থাকার লক্ষ্যে খালেদা জিয়ার চিকিৎসার ন্যূনতম সুযোগ দেয়া হচ্ছে না। আমরা যারা দেশের আছি তারা সবাই লড়াই করছি।’

অর্থনীতির করুণ অবস্থার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, রিজার্ভের আজ করুণ অবস্থা। আবার মেগাপ্রকল্প উদ্বোধন করে তারা। দেশে প্রেসিডেন্ট নেই, প্রেসিডেন্ট দেশের বাইরে গেলে একজন প্রেসিডেন্ট নিয়োগ দিতে হয়, সেই নিয়মেরও তোয়াক্কা করছে না সরকার।

সরকার আবারও ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ভোট দিতে পারি না, পাঁচ বছরে একদিন যেদিন ভোট দিতে পারি, সেদিন আমরা রাজা হই। কিন্তু সেই সুযোগও আমরা পাচ্ছি না। ১৪ ও ১৮ সালের নির্বাচনের মতো আরেকটা নির্বাচন করতে চায় এই সরকার, তা আর হতে দেয়া হবে না।’

সরকার বিভিন্ন গুজব ছড়াচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আরও বলেন, ফেসবুকে দেখলাম দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজের মতো একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে, যে আজকের কর্মসূচি স্থগিত হয়েছে। পরে প্রথম আলো নিশ্চিত করেছে, যে ওটা ফেক ফেসবুক পেজ। সরকার ভয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Link copied!