বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৩, ০৩:০৯ পিএম

বিকেলে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির পদযাত্রা

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবারও রাজধানীতে পদযাত্রা করবে দলটি।

শনিবার(১৯ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে। বিএনপির পদযাত্রাটি রাজধানীর শান্তিনগর, মালিবাগ হয়ে  মগবাজার মোড়ে শেষ হবে।  

বিএনপির এই পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতারা পদযাত্রায় অংশ নেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এর আগে, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গতকাল শুক্রবার  বিকেল ৩টা থেকে একযোগে সব মহানগরে গণমিছিল করে বিএনপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিলটি শুরু হয় দয়াগঞ্জ মোড় থেকে। রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষে হয় ওই মিছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে নেতৃত্ব দেন।

অপরদিকে, ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান ২ নম্বর ডিসিসি মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এতে নেতৃত্ব দেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পৃথক গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় সিনিয়র নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও অংশ নেন।

এছাড়া, একদফা দাবিতে রাজধানীতে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ (দুই অংশ), গণফোরাম ও পিপলস পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, লেবার পার্টিসহ সমমনা রাজনৈতিক দলগুলো গণমিছিলে যোগ দেয়।

শুক্রবার প্রথমবারের মতো যুগপৎ এ কর্মসূচিতে অংশ নেয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এছাড়া আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি) একদফা দাবির প্রতি সমর্থন জানিয়ে এদিন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে।

Link copied!