হরতালের ক্ষতিপূরণ বিএনপিকে দিতে হবে: পরিবহন নেতা এনায়েত উল্লাহ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২৩, ১০:০৫ পিএম

হরতালের ক্ষতিপূরণ বিএনপিকে দিতে হবে: পরিবহন নেতা এনায়েত উল্লাহ

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

‘হরতালের মাধ্যমে বিএনপির প্রধান লক্ষ্য থাকে গণপরিবহন। এ পর্যন্ত ১১ টি বাসে অগিসংযোগ করা হয়। এর আগে ২০১৪ তে ৯২ জন শ্রমিক কিন্তু জ্বালাও পোড়াও আন্দোলনে নিহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে আমরা মাথানত করিনি। আমরা গাড়ি চালাবো এবারও। তবে বিএনপিকে এবারের ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হবে।’

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান এ কথা বলেন, ‘গণপরিবহনের মালিক শ্রমিকরা কোন পক্ষ নেয়নি। বিএনপি,জাসদ,বাসদ সকলের কর্মসূচিতে গণপরিবহন সেবা দিয়ে এসেছে। কিন্তু সেই গণপরিবহন পুড়িয়ে, শ্রমিক মেরে ক্ষমতায় যাবার সিড়ি তৈরি করা যাবে না।’

‘পরিবহন মালিক সমিতি কিন্তু কখনও দাবি আদায় না করে ফেরেনি।’- যোগ করেন তিনি।

Link copied!