এখনও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২৩, ০৮:০৬ পিএম

এখনও বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপিকে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি এবং সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ বন্ধ হবে না।

বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান তিনি।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ বন্ধ হবে কি–না এ বিষয়ে তিনি বলেন, ‘২৮ তারিখ আমরা ঢাকায় প্রবেশপথ বন্ধ করবো কেন? মানুষ চাকরি, চিকিৎসা নিতে আসেন। আমরা বন্ধ করবো না। শান্তিপূর্ণভাবে তারা (বিএনপি) সমাবেশ করে চলে গেলেই হলো।’

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত নিবন্ধিত দল নয়, তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না।’

আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ ইস্যু। এটা দলকে জিজ্ঞাসা করেন। আইনসঙ্গতভাবে যদি ১০টি দল চায়, তাহলে সবাইকেই অনুমতি দেওয়া হবে। আওয়ামী লীগের সমাবেশের কারণে কোনো শৃঙ্খলা বিঘ্ন হলে কী করবেন? এর জবাব হলো আইন মেনে চললে কোনো সহিংসতা হবে না।’

Link copied!