বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ০৩:৩৫ পিএম

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি

ছবি: সংগৃহীত

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে নয় লাখের বেশি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শাখারিয়া পল্লীমঙ্গল হাট এলাকায় ব্যাংকটির উপশাখায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাদের সিড়িঘর দিয়ে ব্যাংকে প্রবেশ করে সিন্দুক ভেঙে টাকা চুরি করেছে বলে ধারণা পুলিশের।  

ওসি ওলিউল্লাহ বলেন, দুই তলা বিশিষ্ট একটি বাড়ির নীচ তলায় বাম ধারে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। ডান ধারে এসকেএস এনজিও এবং বাড়িওয়ালা থাকেন।

আর উপরতলায় তিনটি পরিবার থাকেন। সকালে ব্যাংকের কক্ষ খোলা দেখে বাড়িওয়ালা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ওই উপশাখার ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, “বৃহস্পতিবার ব্যাংকিং সময় শেষ হয়ে যাওয়ায় নয় লক্ষাধিক টাকা সিন্দুকে রেখেই চলে যাই৷ পরে শুনি সিন্দুক কেটে সব টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।”

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে জানান ওসি।


 

Link copied!