কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১, ২০২৩, ০৭:০৫ পিএম

কক্সবাজারে ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ১২ জেলে দগ্ধ

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পৌরসভার ৬নং ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ (৩৫) ও ওসমান (১৯)। বাকি দুজনের জানা যায়নি। তারা সবাই কক্সবাজারের কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দার। বৃহস্পতিবার শেষ রাতে মাছবাহী ট্রলার তীরে ফিরে ঘাটে নোঙ্গর করে। মালিকসহ জেলেরা ট্রলারে ঘুমে ছিলেন। সকাল ৮টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে ঘুমন্ত সবাই দগ্ধ হন। তবে কেন এবং কীভাবে বিস্ফোরিত হয়ে তা জানা যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত দগ্ধদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কীভাবে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখার চেষ্টা চলছে।

Link copied!