রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু, অংশ নেয়নি ৯টি দল

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৪, ২০২৩, ১১:১৪ এএম

রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ শুরু, অংশ নেয়নি ৯টি দল

সংলাপে অংশ নিয়েছে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। অংশ নেয়নি ৯টি দল। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (৪ নভেম্বর) ফের দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সব নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে সংস্থাটি। এতে অংশ নিয়েছে ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দল। অংশ নেয়নি ৯টি দল। এরমধ্যে ৩টি দল সংলাপে অংশ নেবে না বলে চিঠি দিয়ে জানিয়েছে আগেই। বাকিরা অনুপস্থিত রয়েছে।

৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্য রয়েছে আলোচিত তৃণমূল বিএনপি, এনডিএম ও গণফোরামের একাংশ। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসে। আওয়ামী লীগ ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী ঐক্য জোটের একাংশ, জমিয়েত উলামায়ে ইসলামসহ দলগুলো অংশগ্রহণ করে।

এলডিপি, বিজেপি এবং কল্যান পার্টি, আ স ম রবের জেএসডি সংলাপে অংশ নেবেন না বলে চিঠি দিয়ে জানিয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, খেলাপত মজলিশ এবং বিএনফ অংশ নেওয়ার ব্যাপারে কিছু জানাইনি। ১৪ দলের ২ জন করে প্রতিনিধি কমিশনে মতবিনিময় সভায় অংশ নিয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করছেন। নির্বাচন কমিশনাররা উপস্থিত রয়েছেন সভায়।

বিএনপিসহ আরও ২২টি দলকে সময় দেওয়া হয়েছে বিকেল ৩টায়।

Link copied!