ফখরুল বললেন, সেলফি গলায় বেঁধে ঝুলিয়ে রাখুন

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১০, ২০২৩, ১০:০৩ পিএম

ফখরুল বললেন, সেলফি গলায় বেঁধে ঝুলিয়ে রাখুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

ভারতের নয়াদিল্লিতে চলমান জি-২০ শীর্ষ সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সেলফি মুহূর্তেই ভাইরাল। সেলফি নিয়ে আওয়ামী লীগ নেতারা যে উচ্ছ্বাস দেখিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সেলফি গলায় বেঁধে ঝুলিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

রবিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে দশটা আসনও পাবে না আওয়ামী লীগ। তাছাড়া একটি সেলফির জন্য র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা কিংবা ভিসানীতি উঠে যায়নি। নির্বাচন ভালোমতো না করতে পারলে কোনো সেলফি আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না দেউলিয়া হয়ে গেছে বলেই বাইডেনের সাথে সেলফি তুলে ঢোল পেটাচ্ছে আওয়ামী লীগ। বাইডেনের সাথে শেখ হাসিনার সেলফির ছবিটা ওবায়দুল কাদেরকে গলায় ঝুলিয়ে রাখার পরামর্শও দেন তিনি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত না করলে বাইডেন কোনো কাজে আসবে না। মানুষ আর সরকারকে দেখতে চায় না।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার ও সাজা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Link copied!