যাতায়াত বন্ধের আটদিন পর রাতে সেন্টমার্টিনে পৌঁছাল খাদ্যপণ্য

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১০:৪৮ এএম

যাতায়াত বন্ধের আটদিন পর রাতে সেন্টমার্টিনে পৌঁছাল খাদ্যপণ্য

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত এবং দেশটির সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার ও স্পিড বোট লক্ষ্য করে গুলির জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল বন্ধ ছিল।

বন্ধের আটদিন পর কক্সবাজার থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য ও যাত্রী নিয়ে গতকাল শুক্রবার (১৪ জুন) রাত ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।

একই দিন দুপুর দুইটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এমভি বারো আউলিয়া নামে একটি জাহাজ খাদ্যপণ্য নিয়ে যাত্রা শুরু করে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান বলেন, ‘গত ৫, ৮ ও ১১ জুন মিয়ানমার-বাংলাদেশ নাফ নদীর অংশের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি টেকনাফ ও সেন্টমার্টিনগামী ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, “সেন্টমার্টিন দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে এই জাহাজে খাদ্যপণ্য পাঠানো হয়েছে। এছাড়া কক্সবাজারে আটকাপড়া সেন্টমার্টিনের ৩ শতাধিক বাসিন্দাও এই জাহাজে করে দ্বীপে ফিরছেন।”

Link copied!