কোরবানি দিতে গিয়ে ১৪০ জন ছুরিকাহত

জাতীয় ডেস্ক

জুন ১৭, ২০২৪, ০৫:১৮ পিএম

কোরবানি দিতে গিয়ে ১৪০ জন ছুরিকাহত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ছুরিকাহত হয়েছেন ১৪০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ জুন) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত হন তারা। তাদের বেশির ভাগই কাটাছেঁড়ার সমস্যা নিয়ে এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান। তিনি বলেন, “কোরবানি দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হওয়া ১৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। সবাইকে সেলাইয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা বেশি খারাপ থাকায় তাকে ভর্তি দেওয়া হয়েছে।”

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ১৪০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন তারা। একজন হাসপাতালে ভর্তি আছেন।”

Link copied!