কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

জাতীয় ডেস্ক

জুন ১৭, ২০২৪, ০৪:১৫ পিএম

কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

সংগৃহীত

ছয় ঘণ্টার চ্যালেঞ্জ নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারনের কাজ  শুরু হয়েছে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন সকাল ৭টা থেকে রাজধানীতে পশু কোরবানি শুরু হয়। এরপর দুপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামেন সিটি কর্পোরেশনের কর্মীরা।

দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ। রাত ৮টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

Link copied!