নাকে চোট পেলেন এমবাপ্পে, গ্রিজম্যানও পেলেন আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৮, ২০২৪, ১২:০৫ পিএম

নাকে চোট পেলেন এমবাপ্পে, গ্রিজম্যানও পেলেন আঘাত

ইউরো চ্যাম্পিয়নশিপে ফ্রান্স রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে। এই ম্যাচে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও অ্যান্তোয়েন গ্রিজম্যান। 

অস্ট্রিয়ার এক ফুটবলারের কাঁধে আঘাত পান তিনি। এতে নাক গলে রক্ত পড়ে। ধারণা করা হয়েছে তখন এমবাপ্পে হয়তো পরের ম্যাচ খেলতে পারবেন না। কিন্তু পরে জানানো হয়েছে, মাস্ক পড়ে খেলবেন।

অ্যান্তোয়েন গ্রিজম্যান খেলতে গিয়ে ইলেকট্রিক বোর্ডে আঘাত পান। মাথায় ব্যান্ডেজ দিতে হয়েছে। অবশ্য তার ব্যাপারে আপাতত কোনো সমস্যা নেই। 

Link copied!