ছেলেকে না পেলে মা-ভাই-বোন কিংবা বাবাকে ধরে নিয়ে যাচ্ছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১০, ২০২৩, ০১:১৬ পিএম

ছেলেকে না পেলে মা-ভাই-বোন কিংবা বাবাকে ধরে নিয়ে যাচ্ছে:  সেলিমা রহমান

বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গত ২৮ অক্টোবরের পর আমাদের প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেক ভাই ও বোনেরা ঘরে ঘুমাতে পারে না। ছেলেকে না পেলে মাকে, ভাইকে, বোন কিংবা বাবাকে নিয়ে যাচ্ছে। অনেককে ধরে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

রবিবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ বিশ্বে এখন এক নম্বর। আপনারা দেখেছেন কীভাবে গত ১৫ বছর আমাদের নেতাকর্মীদের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। গত ১ মাসে বিএনপি ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঘরে থাকতে দিচ্ছে না। আজকে বাংলাদেশের মানুষের ওপর যেরকম নির্যাতন নিপীড়ন হচ্ছে, তা আর বিশ্বের কোথাও হচ্ছে না।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান বলেন, ‘তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন বিএনপিকে দাঁতভাঙা জবাব দেবেন। তিনি এই কথা বলার কে? তিনি তো ভোটারবিহীন নির্বাচনে একজন মন্ত্রী।’

মানববন্ধনে অংশ নেওয়ার পরেই বিএনপির কেন্দ্রীয় নেতারা চলে যান। তবে দলের অন্য নেতা–কর্মীরা সেখানে অবস্থান করছেন।

সম্মিলিত পেশাজীবী সংগঠনের সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা প্রমুখ।

Link copied!