কাদেরের ‘শেষ বার্তা’র জবাবে ফখরুল বললেন, তাহলে ভোটের দরকার নেই

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২০, ২০২৩, ০১:০৭ এএম

কাদেরের ‘শেষ বার্তা’র জবাবে ফখরুল বললেন, তাহলে ভোটের দরকার নেই

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

আওয়ামী লীগের পক্ষ থেকে ‘শেষ বার্তা পেয়ে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তাহলে নির্বাচনের আর দরকার নেই।’

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা বলেন, ‘‘গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বললেন, উনি আমাদেরকে ‘শেষ বার্তা’ দিয়ে দিয়েছেন যে, নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন।”

‘‘সেটাই যদি মনে করেন, তাহলে তো নির্বাচনের প্রয়োজনই নাই… কোনো দরকার নেই তো। এটাই উনারা চাচ্ছেন কিন্তু।”

ফখরুল বলেন, ‘রাজনীতি এখন মহাসংকট পার করছে। বিএনপি শত প্রতিকূলতার মধ্যেই তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছে বিএনপি। আমাদের প্রতিপক্ষ ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই চলছে। এই লড়াই মোটেই সহজ নয়। কিন্তু আমাদের সঙ্গে দেশের সাধারণ মানুষ যোগ দিয়েছেন। বাইরের দেশের মানুষও আমাদের সঙ্গে একমত হয়েছেন।’

তিনি বলেন, ‘দলের বাইরে থেকে যারা কাজ করছেন তাদের কাজ হচ্ছে দেশের সাধারণ মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে দেয়া। আগে সভা-সমাবেশ করতে হলে আমাদের কর্মীদের অ্যাকটিভ হতে হতো। কিন্তু এখন আমাদের সভা-সমাবেশে সাধারণ মানুষ ছুটে চলে আসছেন।’

বিএনপির মহাসচিব বলেন, বাম-ডান সব শ্রেণি-পেশার মানুষকে এক জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছে বিএনপি। এখন শুধু চূড়ান্ত বিজয় অর্জন বাকি। দেশেই শুধু নয়, বিদেশে গণতান্ত্রিক বিশ্বও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন রাজনৈতিক গণ্ডির বাইরে গিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা থেকে কাজ করেছে। বন্যা, কোভিড মহামারি এবং ডেঙ্গুর সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। কোভিডের সময় যে কাজগুলো করেছে তা অনেকের পক্ষে করা সম্ভব হয়নি। গত বছর থেকে ভার্চুয়ালি যে বিজ্ঞান মেলা করেছে তা ব্যতিক্রমী একটি কাজ। জিয়াউর রহমান ফাউন্ডেশন গবেষণাধর্মী, ভূরাজনীতিসহ বেশ কিছু কাজ করেছে এবং করছে। 

Link copied!