ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

জাতীয় ডেস্ক

জুন ১৫, ২০২৪, ১১:০০ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় গাড়ির চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

শনিবার (১৫ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলাঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট শুরু হয়। ধীরগতিতে চলছে সব ধরনের গাড়ি।

গাড়ির চা‌পের কার‌ণে গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বড় একটি সময় পর্যন্ত বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কের যান‌জ‌ট বাড়তে থাকায় চরম ভোগা‌ন্তিতে পড়েছেন ঈদযাত্রীরা।

পুলিশ ও সেতু কর্তপক্ষ জানায়, সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হলে সেগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। যে কারণে অতিরিক্ত গাড়ির চাপে যানজট দেখা দেয়। এছাড়া সেতুর ওপর দুর্ঘটনা রোধ ও সেতুর ধারণক্ষমতার বেশি গাড়ি ঢুকলে যানজট দেখা দিয়ে টোল বুথের সামনে গাড়ির সারি চলে আসে। এতে বেশ কয়েকবার বন্ধ রাখা হয় টোল আদায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, “ভোররাত থে‌কে এখন পর্যন্ত মহাসড়‌কে প‌রিবহনের ধীরগ‌তি আছে। যানজট নিরসনে কাজ করছে  পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।”

Link copied!