কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের অবস্থান

মাহাবুব আলম শ্রাবণ

নভেম্বর ৬, ২০২৩, ১১:২৯ পিএম

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রলীগের অবস্থান

ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করবে ছাত্রলীগ। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি ও জামায়াতসহ সমমনা সরকার বিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার অবরোধে দ্বিতীয় দিনে অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি দ্য রিপোর্টকে জানান, নির্বাচনকে সামনে রেখে কেউ যেন কোন বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য শুরু থেকেই রাজপথে ছিল ছাত্রলীগ।

আরও পড়ুন: বিএনপি আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু করতে পারে না : মায়া

ছাত্রলীগের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাসে আগুন দেয়ার বিষয়টি জানতে চাওয়া হলে বাপ্পি বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, আমাদের উপস্থিতিতে এমন ঘটনা বিরল, যেখানে ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপস্থিতি থাকে না সেখানেই সুযোগ বুঝে আগুন দেয় তারা। বিএনপি জামায়াতের নামে সন্ত্রাসী গোষ্ঠী যে নারকীয় তাণ্ডবলীলা চালাচ্ছে এতেই প্রমাণিত হয় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন।

আরও পড়ুন: নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

বাপ্পি আরও বলেন, এই অবরোধ শুধু অনলাইনে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করার অবরোধ, তারা কিছু সন্ত্রাসী টোকাই ভাড়া করে এনে ভাংচুর ও বাসে আগুনের মতো নৈরাজ্য সৃষ্টি করছে।

যারা অগ্নিসন্ত্রাস করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্রলীগের পক্ষ থেকে নতুন কোন কর্মসূচি আসছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হলে মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুন্ডু দ্য রিপোর্টকে বলেন, আমরা ইতোমধ্যেই ইউনিট, ওয়ার্ড, থানা ও কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি। আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তারা কাজ শুরু করেছেন।

তিনি বলেন, বিএনপি জামায়াতের এই নৈরাজ্য ও অবরোধ প্রতিরোধে ছাত্রলীগ সোচ্চার রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যেখানেই বিএনপি জামায়াত দেশবাসীর নিরাপত্তা বিঘ্নিত করবে জানমালের ক্ষতিসাধন করবে সেখানেই তাদের মোকাবিলা করবে ও গণধোলাই দিবে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াত দেশকে পশ্চাৎপদ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায় : শেখ পরশ

আসন্ন নির্বাচনে যেন ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে ছাত্রলীগের পক্ষ থেকে সে পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

অবরোধের প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বঙ্গবন্ধু এভিনিউ। ‘যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক পেটায় সে হাত ভেঙে দাও, অবৈধ হরতাল মানি না, মানব না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

Link copied!