বিএনপি আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু করতে পারে না : মায়া

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৬, ২০২৩, ০২:৩৫ পিএম

বিএনপি আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু করতে পারে না : মায়া

দেশের উন্নয়নে যারা বাধা দেবে তাদের রাজপথে মোকাবিলা করবো। : মায়া। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

যারা অবরোধ দিয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস ছাড়া আর কিছু করতে পারে না। এরা ক্ষমতায় আসলে দেশটাকে সন্ত্রাসী জঙ্গীরাষ্ট্রে পরিণত করবে। ৪৮ ঘণ্টার অবরোধের কোনো লক্ষণ নেই। সব খোলা। গাড়ি চলে, লঞ্চ চলে।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিএনপি জামায়াতের অবরোধ বিরোধী প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির কোনো নেতাকর্মীকে খুঁজে পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, তারা গর্তে ঢুকে গেছে। এখন তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে রাতের আঁধারে। তারা যেখানে সন্ত্রাস করবে, সেখানে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে যারা বাধা দেবে তাদের রাজপথে মোকাবিলা করবো। আমাদের রাজপথে থাকতে হবে। জনগণের জানমালের ক্ষতি করতে যাতে না পারে, সেজন্য সজাগ দৃষ্টিতে মাঠে থাকতে হবে।

মায়া বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং যথাসময়ে আগামী নির্বাচন হবে অনুষ্ঠিত হবে। এবারো শেখ হাসিনা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হবেন।

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় দুই দিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

Link copied!