অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৬, ২০২৩, ০২:১৬ পিএম

অবরোধের দ্বিতীয় দিনে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ

রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় দুই দিন ব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়।

এদিন, আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন ও ঝটিকা মিছিল করেন।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ছাড়াও রামপুরা, ফার্মগেট, শেরে বাংলা নগর, মিরপুর,গাবতলী, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার সহ বিভিন্ন  ওয়ার্ডে অবস্থান নিতে দেখা যায়।

অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতা কর্মীদের সংখ্যাও।

এ সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী বলেন, বিএনপি জামায়াতের নাশকতা ঠেকাতে আওয়ামী লীগ রাজপথে আছে থাকবে। আওয়ামী লীগ সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার। নেতাকর্মীদের চোখ-কান খোলা রেখে অবস্থান কর্মসূচি পালন করার নির্দেশ দেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় সতর্ক অবস্থান নিয়েছেন। প্রতিটি ইউনিট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সজাগ ও সতর্ক অবস্থানে আছে।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ নগর নেতারা।

সকাল থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় যুবলীগের নেতাকর্মীরা অবরোধের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ‘যে হাতে পুলিশ মারে সেই হাত ভেঙে দাও, যে হাতে সাংবাদিক পেটায় সে হাত ভেঙে দাও, অবৈধ হরতাল মানি না, মানব না, যে হাতে গাড়ি পোড়ায়, সেই হাত পুড়িয়ে দাও, শেখ হাসিনা সংসদে আমরা আছি রাজপথে’, ‘শেখ হাসিনার সরকার বার বার দরকার’ বলে স্লোগান দিতে দেখা গেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

Link copied!