রেললাইনে নসিমন আটকা, চালকের দক্ষতায় বেঁচে গেলেন যাত্রীরা

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৫:৫১ পিএম

রেললাইনে নসিমন আটকা, চালকের দক্ষতায় বেঁচে গেলেন যাত্রীরা

ছবি: সংগৃহীত

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে আটকে পড়া গাছ বোঝাই নসিমনের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগে। তবে চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন যাত্রীরা।

রোববার (২৪ মার্চ) দুপুর একটা ১০ মিনিটে ডুলাহাজারা-চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার এক্সপ্রেসের চালক আব্দুল আউয়াল রানা বলেন, ‘ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইনে আটকা পড়া গাছ-বোঝাই নসিমনের সংঘর্ষ হয়। পরে আমি ও আমার সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ ও এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে ফেলে দিয়ে রেললাইন ক্লিয়ার করি। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

চকরিয়ার স্টেশন মাস্টার এস এম ফরহাদ বলেন, ‘কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় একটা ১০ মিনিটে চকরিয়ার ডুলাহাজারায় এলে কাঠ বোঝাই একটি নসিমন রেলের রাস্তা দিয়ে পার হয়। ওই সময় নসিমনের সঙ্গে ধাক্কা লাগে রেলের ইঞ্জিনের। তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আধা ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে গেছে।’

জনসচেতনতার অভাব জানিয়ে তিনি বলেন, ‘দায়িত্বরতরা ট্রেন আসার আগে ক্রসিংয়ে ব্যারিয়ার ফেললে সেটি তুলে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি, গরু, ছাগল পারাপার করে। এতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।’

Link copied!