ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২৩, ১০:৩৪ পিএম

ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : ইসি সচিব

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নির্বাচন ভবনে সম্প্রীতি বাংলাদেশের সঙ্গে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ’ভোটকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এখন পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে।’

এসময় জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসির কাছে ৪ টি প্রস্তাব তুলে ধরে সম্প্রীতি বাংলাদেশ সংগঠনটির সদস্যরা। যার মধ্যে রয়েছে নির্বাচনে ধর্মীয় নিরাপত্তা নিশ্চিতসহ তরুণ ভোটারদের ভোটে উৎসাহিত করা৷

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। উদ্বেগের কিছু নেই।’

তবে নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত বা সাম্প্রদায়িক সহিংসতার ঝুঁকি থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

Link copied!