নেই টয়লেট সুবিধা, মহিলাদলের নেত্রীরা এসেছেন প্যাড পরে

অরিন সুলতানা

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০২:৫৯ এএম

নেই টয়লেট সুবিধা, মহিলাদলের নেত্রীরা এসেছেন প্যাড পরে

মহিলা দলের সমাবেশে বেশ ঝামেলার সম্মুখীন হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেতা কর্মীরা। ছবি : দ্য রিপোর্ট

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা দাবি, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করছে বিএনপি। তবে শুক্রবার মহিলা দলের সমাবেশে বেশ ঝামেলার সম্মুখীন হয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেতাকর্মীরা। টয়লেট সুবিধা না থাকার ফলে অনেকেই স্যানিটারি প্যাড পরে এসেছেন বলে দ্য রিপোর্টকে জানান নেতাকর্মীরা।

নারী নেতাকর্মীদের ভোগান্তি

শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের কর্মসূচিতে বেশ কয়েকজন নেতাকর্মী অস্বস্তিতে পড়েন। অনেকেই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন। আবার অনেকেই সকালে আসেন। তবে সেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ার জন্য শৌচাগার বা পরিচ্ছন্নকক্ষ ছিল না। সরেজমিনে দেখা যায়, টয়লেট খুঁজতে গিয়ে নারীনেত্রীরা পড়েন ভোগান্তিতে।

বরিশালের উপজেলা পর্যায়ের মহিলাদলের একজন নেত্রী দ্য রিপোর্টকে বলেন, আমরা চাইলেই পুরুষদের মতো বাথরুম ব্যবহার করতে পারি না। অনেকেই ঢাকায় নতুন। তবে মহাসমাবেশে শুধু মাত্র এই সুবিধা ছিল। পরবর্তীতে এগুলো নেই। এজন্য আমার নারীকর্মীদের প্যাড পরে আসতে বলেছি।

তিনি আরও বলেন, দলীয় পক্ষ থেকে হয়ত ভাসমান টয়লেট বসালে অনুমতি বা কিংবা কোন ঝামেলা থাকতে পারে। তবে অনেক নেতা যদি স্ব-প্রণোদিত হয়ে এই ব্যবস্থা করে তাহলে সুবিধা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সারা দেশ থেকে জড়ো হওয়া নেতাকর্মীদের সুবিধার্থে বেশ কিছু মোবাইল টয়লেটের ব্যবস্থা করেছিলেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বিএনপির হয়ে ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সমাবেশে মোবাইল টয়লেট স্থাপনে তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা নেতাকর্মীদের আগেই নির্দেশনা দিয়ে এসেছি। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই প্রেক্ষিতে সব সুযোগ-সুবিধা আমাদের কার্যালয়ে রয়েছে।

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের টয়লেটে নারী নেত্রীদের যাওয়ার পরিবেশ নেই এই অভিযোগ করেছেন বেশ কয়েকজন কর্মী। অনেক নারী নেত্রী ও কর্মীরা এই প্রতিবেদকের কাছে অভিযোগ করে বলেন, বিএনপির পল্টন কার্যালয়ের অফিসের টয়লেটে যাওয়ার পরিবেশ নেই, নোংরা এবং অস্বাস্থ্যকর।

Link copied!