হরতালেও চালু থাকবে গণপরিবহন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৩, ০৭:০১ এএম

হরতালেও চালু থাকবে গণপরিবহন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কিন্তু হরতালের এ ঘোষণা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, ‘বিএনপির ডাকা আগামীকালের হরতালে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।’

পাশাপাশি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হরতালের বিষয়ে সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার পরিবহন কোম্পানি, রুট মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামীকাল হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

মালিক সমিতির নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানান।

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ছিল বিএনপির। এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতাকর্মীরা।

পরে নয়াপল্টন থেকে পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিলে, বিএনপি আগামীকাল সারাদেশে হরতালের আহ্বান জানায় পুলিশ।

Link copied!